খুঁজি তোমায় বনের নির্জনতায়
খুঁজি রেল স্টেশনের কোলাহলে
খুঁজি দুপুর রোদে জানালায় বসে
খুঁজি ফটিক বালি-নুড়ি জলে।


খুঁজি পলাশ শিমুল ফুলে ফুলে
খুঁজি হেমন্তের শুভ্র মেঘের মাঝে
খুঁজি জ্যোৎস্নালোকিত রাতে
খুঁজি আষাঢ়ের গাঢ় কালো সাঁঝে।


খুঁজি তোমায় মিটিমিটি তারায়
খুঁজি আকাশে উড়ন্ত পাখির ঝাঁকে
খুঁজি বৃক্ষের পল্লবে পল্লবে
খুঁজি বাংলার নদীর বাঁকে বাঁকে।


খুঁজি রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
খুঁজি ক্ষেত ভরা সরিষা ফুলে ফুলে
খুঁজি শিশির সিক্ত লতাপাতায়
খুঁজি ঊর্মি ছুটে যখন দুলে দুলে।


খুঁজি তোমায় জোনাকির দলে
খুঁজি শহরের সরু সরু গলিপথে
খুঁজি রাজপথের মাঝখানে
খুঁজি আমাজনে, জনপূর্ণ ভারতে।