ওরে ও মেঘকন্যা এটা গান না
এ শুধুই আমার বেসুরো কান্না
আমি কখনও গান গাই নে।
ও ওরে ও আষাঢ়ি মেঘকন্যা
ঐ পাহাড় কি তোর ঘর না?
ওরে কন্যা ওড়ে যাস কোথায়
শুধু বলে যা সঙ্গে যেতে চাই নে।
যা আমায় একটু বলে যা না
যাক না এইটুকু আমার জানা
তোর সঙ্গে নেবে না নাই নে।
বল কোন মুলুকে বৃষ্টি ঝরাবে
কোন কদম ফুল গলে জড়াবে?
এই মনেতে বেঁধেছি বড় আশা
জবাব পেতে যাবে কত বরষা?
ওরে কন্যা ওড়ে যাস কোথায়
এখনো জবাব পাই নে পাই নে।