ও আমার শাপলা শালুকের দেশ
আমার সোনালী আলোকের দেশ
আমার ধান শালিকের দেশ
আমার গাঙ শালিকের দেশ
আমার ডোরাকাটা বাঘের দেশ
আমার ছোট্ট ছোট্ট বাগের দেশ
তোমায় কত যে ভালোবাসি ভালোবাসি
তা কখনোই বলে হবে না শেষ।।
ও আমার শ্যামবর্ণ মায়ের দেশ
আমার শিলা-সিকতা-চায়ের দেশ
আমার হাওর-নদী-খালের দেশ
আমার আঁকাবাঁকা আলের দেশ
আমার দোয়েল পাখির দেশ
আমার কোয়েল পাখির দেশ
পাকা তালের রস খেতে
তালপাতা পাখার বাতাস লাগে বেশ।।
ও আমার প্রাণের দেশ
আমার লালন-হাসন গানের দেশ
আমার শিশির ভেজা ঘাসের দেশ
আমার সারি সারি বাঁশের দেশ
আমার নদী-সাগর কোলাকুলির দেশ
আমার পিঠা-পুলির দেশ
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া ষড়ঋতুর দেশ
ও দ্বারে দ্বারে হেমন্ত এসে যায়
কাটতে না কাটতেই শরতের রেশ।।