ওরে ময়নাপক্ষীরে পক্ষী
রইয়া তুই ভাসা-ভাসা
না বান্ধিয়া ভালা বাসা
থাকবি রে কই দূর দিনে?
ওরে ময়নাপক্ষীরে পক্ষী
পড়লে ঝড়ে মরবে ডরে
কেউ করবে নারে মায়া
কেউ দিবে নারে ছায়া
ওরে পক্ষী ও তোর দুর্দিনে।
কাছে কেউ রইবে নারে
কেউ যেচে কইবে নারে
নেরে তুই একটু বুদ্ধি নে।
রইবে না কোন বাতি-সাথী
ওরে ও তোর গোর দিনে।
বান্ধিস যদি বাসা ভালা
খুইল্যা গোর ঘরের তালা
রক্ষী জ্বালাইবে আলো
গোর ঘরের ঘোর দিনে।।