যে রাতে ঝড় বৃষ্টি হয়েছিলো অঝোর ধুম
সে রাতেই কবির চোখের ঘুম হলো গুম
কবিতাও কবিকে ছেড়ে চলে যায় সে রাতে
শত চেষ্টা করে কবি তারে পারেনি ফেরাতে
কবি বুঝেনি কিইবা ছিলো তার অপরাধ
শুনে কবির আর্তনাদ বুঝালো এসে চাঁদ
তবু সে কেঁদে রাত পার করে বসে ডেরাতে
জেনেছে শেষে ওরা গেছে দূর দেশে বেড়াতে।