এক চতুর কাক বসেছিল গাছের ডালে
অলস ক্ষণে, হাত রেখে তার গালে।
বক এসে জিজ্ঞেস করে, “কি হয়েছে রে কাক!
শুনছি না কেন ভোর রাতে তোদের ডাক?”


কাকে দীর্ঘশ্বাস ফেলে- “ ডাকিনা কি আর সাধে!
এখন যে রাত কাটে, ভেজাল খেয়ে কেঁদে।
আমরা খেয়ে বাঁচি উচ্ছিষ্ট সব বাসি
তা খেয়েই তো থাকি সারাদিন খুশি।
এসবেও এখন বিষ মেশানো থাকে,
আমরা বুঝি ঠিকই, নেই যখন তা নাকে।”


এবার মুখ খুলে বলতে লাগলো বক
“মানুষই নষ্ট করছে জীবের সব হক।
মানুষই দূষিত করছে এই পরিবেশ
তাতে জীব-জন্তু হয়ে যাচ্ছে নিঃশেষ।”