কিছু স্বপ্ন বেঁচে আছে
এখনো নিঃশ্বাসে বিশ্বাসে,
নতুন দিনের আশায়
খিলখিল করে হাসে।
ছুটে চলেছে দিকেদিকে
আকাশে জলে স্থলে,
আঁধার পথের চন্দ্র-তারা
বাতি হয়ে জ্বলে।
আমাদেরকে সুখের কথা
বলে কানে কানে,
রঙিন স্বপ্ন দেখায়
জনে জনে ক্ষণে ক্ষণে।
কিছু স্বপ্ন এখনো
নিঃস্বার্থ নির্লোভী,
সেবা করে তাদের
যারা সর্বহারা অভাবী।
কিছু স্বপ্ন দিয়েছে
নভোমণ্ডল পাড়ি,
খুঁজছে আরো কোথায়
আছে মানবের বাড়ি।
আনছে খুঁজে "নতুন"
মহাকাশ করে জয়,
দেখছে সবাই নয়ন ভরে
হয়ে বিস্ময়।