বাল্যকালে বাবুদের মন আনচান
কতো চাওয়া-পাওয়া কতো অভিমান।
তাদের কতো খাসা স্বপ্ন কতো আশা
তারা কতো কিছু বানাবে কতো নেশা।
কিনে দিতে হবে বাবুকে নভোযান
“বাবা আমিও করবো আকাশে রান!
সারা মহাকাশ জুড়ে করবো দিশা
নভোচারী সেজে ঘুরবো যা করে নাসা।”
“-বাবু , নভোযান তো অনেক দামী!
ক'দিন সবুর করো কিনে দিবো আমি।”
“বাবা, আমি ও মা জানি তোমার কাছে
অনেক অনেক টাকা-পয়সা আছে। ”
বাবুকে নভোযান কি কিনে দেওয়া যায়!
যদিও আমাদের কিনে দিতে মন চায়।
বাবা কিনলেন খেলনা উড়োজাহাজ
তা পেয়ে সাজছে বাবু নভোচারী সাজ।