আমরা হাওর পাড়ের লোক
চলি আমরাও ফুলিয়ে বুক।
আমাদের হাওর পাড়ে বাস
আমরা হাওরেই করি চাষ।
হাওর আমাদের চিনিয়েছে, বিশ্বকে!
হাওর দিচ্ছে কতো কিছু, নিঃস্বকে।
হাওর আমাদের  জীবন গান
হাওর আমাদের মরণ প্রাণ।
হাওর আমাদের কবিতা, গল্প
হবে না শেষ কথায় লিখে অল্প।
হাওর পাড়ে জন্ম কতো গুণী জনের
ধনে নয়, পরিচয় তাঁদের বড় মনের।
লেখা পড়ায় নেই কেউ এখন পিছে
রাস্তাঘাট হয়ে যাচ্ছে,গাড়ি চলে পিচে।
মুসলমান, খ্রীষ্টান, বুদ্ধ, হিন্দু
একে অন্যের হয়ে আছে বন্ধু।
কৃষক কাজ করতে যায় মাঠে
গৃহিনী কলসি কাঁকে যায় ঘাটে।
ছেলেমেয়ে তুলে শাপলা শালুক
হাওর পাড়েই যত আছে সুখ।
বর্ষা কালে হাওরের চারপাশে
বাড়িঘর মনে হয় জলে ভাসে।
হেমন্তে চাষিরা শুরু করে চাষ
জেলেরা ধরে মাছ, বারমাস।
ছেলেমেয়ে করে খেলা কানামাছি
বসন্তে ব্যাঙের বিয়ে হয় মিছেমিছি।
শীতে হাওর দেখতে নয়নাভিরাম
কতো রকম বিচিত্র তাদের নাম।
টাঙ্গুয়া, শনি, মাটিয়ান হাওর
যেন সেজে আছে নতুন বর!
হাওরের গাছপালা রুপবতী নারী
পর্যটকদের মন নেয় করে চুরি!
হাওরে সব অতিথি পাখির মেলা
দেখে চলে যায় আমাদের বেলা।