প্রভু তুমি স্রষ্টা; মহাকারিগর
বানিয়েছো তুমি, ভবে মহাঘর।
চারদিকে তোমার মহাবিশ্ব
উজ্জল নন্দিত মনোরম দৃশ্য।
গ্রহ নক্ষত্র চকচক, ঝিলমিল
শূন্যে ভাসছে সব; ছাড়া খিল।
তুমি মহীয়ান, তুমি জবর
রাখো মহাবিশ্বের খবর।
তুমি সবার জন্যই সম
কারো জন্যই নও যম।
মহাশূন্যে তোমার মহা ভেলা
ভাসিয়ে দেখছো তার খেলা।
তোমার দেওয়া শস্য-ফল-বারি
তা খেয়েই তোমাকে স্মরি।
তোমার সৃষ্টির যত আছে প্রাণ
করে তোমায় ভক্তি, গায় গুণগান।