আজ চারিদিকে উঠেছে গন রব
তরুণ-তরুণী হয়েছে এক সব।
তারুণ্য উড়াবে শান্তির নিশান
দুঃখ-কষ্ট হবে সব অবসান।
আজ হবে তারুণ্য-ঐক্য মিছিল
ঠাঁই নাই মাঠে-ঘাটে ধারণের তিল।
তারুণ্য আজ দুর্বার দুর্জয় নির্ভীক
ছুটে আসছে মিছিলে, থেকে দিগ্বিদিক।
তরুণ-তরুণী আজ সব চনমনে
গাইছে ঐক্যের গান ক্ষণেক্ষণে।
ওরা আজ আর নয়, কোন বোকা
মানেনা আর নীতি, কোন একরোখা।
তারুণ্য আজ আঁধারের কিরণ
করে যায় দমন আর্তের পীড়ন।
তারুণ্য আজ জাতির স্বপ্ন-বিলাস
দুঃখ করে নাশ, অন্যায়ের বিরুদ্ধে ত্রাস।
তারুণ্য আজ অনাথের নাথ
অনাথ শিশুর হাসি-মাখা দাঁত।
তরুণ-তরুণী আজ নিবে শপথ
না হারাতে ন্যায়ের গতিপথ।
সামনে যতই আসুক বাঁধা
যতই ছুড়োক অসুরে কাদা।
যতই আসুক আঘাত ঝড়ো
হয়েছে তারুণ্য আজ জড়ো।