এসো সখী আমার নীড়ে
বাড়ি বৌলাই নদী তীরে।
এলে খেতে দিব চিড়ে, খই
আরো পেট ভরে দুধ-দই।
গাছে পাকা যত আছে ফল
পান করো কুয়োর স্বচ্ছ জল।


নাইতে যাব বৌলাই নদে
নগ্ন আলতা রাঙা পদে।
বৌলাই নদে থাকে জলপরী
রঙিন চুড়ি দিবে হাত ভরি।


টাঙ্গুয়ার পাড়ে নানু বাড়ি
অতিথি পাখি উড়ে সারিসারি।
টাঙ্গুয়ার নলখাগড়া ধরে
দেখবো হাওর ঘুরেঘুরে।
বিশ্রাম নিব হিজলের তলে
তৃষ্ণা মিটাবো হাওরের জলে।
শাপলা শালুক আছে বিলে
তুলতে যাবো দু'জন মিলে।


সন্ধ্যের আগে বাড়ি ফিরে
ক্ষুধা মিটাবো পিঠা-ক্ষীরে।
তারপর শোনাব তোমায় গল্প
কবিতা গোটা তিনেক অল্প।


হলে তোমার বিদায় বেলা
তোমায় করবো না হেলা।
দুহাতে দিব কাঞ্চন কাঁকন
বাজিয়ে যাবে করে ঝনঝন।