যখনই এলো শিশু মাতৃ কোলে
মা গেলেন প্রসব ব্যথাটা ভুলে।
শিশু এসেছে জগতে কেঁদে কেঁদে
মায়ের বুকে খাবার রাখা রেঁধে।
শিশু কাঁদলো, হাসলেন জননী
টেনে নিলেন আদরে বুকে মণি।
কেউ এসে বলে মেয়ে বেশ কালো
তবু জননীর চোখে লাগে ভালো।
কেউ এসে বলে মেয়ে আর কতো?
মা বলেন এখনো হয়নি শত!
হোক মেয়ে হোক ছেলে হোক কুশ্রী
মায়ের চোখে সবই হলো সুশ্রী।
মা করেন শিশু আদরে লালন
তবু দরদী মায়ের ভরে না মন।
শিশু মায়ের কোল দেয় যে ভিজে
তাকে কষ্ট দেন না, পান নিজে।
মায়ের ঋণ কভু হয় না শোধ
কেনা যায় না মায়ের ফোঁটা দুধ।