হে আমার জন দরদী পাগলা মামা,
চাই না দান দয়া তোর কুকুর থামা।
তুই হলি রে মানুষের রক্ত চোষা,
তাই তো তুই পাসনা কারো ভালবাসা!


হে আমার বিলাসপ্রিয় পাগলা মামা,
তুই শুধু পরলি দামি কাপড় জামা।
তুই হলি দুনিয়ার মাতাল বেহুঁশ,
বুঝিসনা রে তুই আপন গুণ-দোষ!


হে আমার গগনচারী পাগলা মামা,
তোর দুইটা পা মাটিতে একটু নামা।
তুই উড়ছিস শুধু হাওয়ায় ভেসে,
স্বদেশ ছেড়ে তুই থাকছিস বিদেশে।


হে আমার স্বার্থপর পাগলা মামা,
তুই চিনিস তো ঠিকই স্বর্ণ তামা!
শুধু মানিস না কোন নিয়ম-কানুন,
চিনিকে কখনো তুই বলেছিস নুন?


হে আমার বুদ্ধিমান পাগলা মামা,
তোর স্বার্থে করিসনা কারো ক্ষমা।
তুই শুনিয়ে যাসরে শুধু মিথ্যে বুলি,
লোকের চোখে শুধু তুই দেসরে ধূলি।


হে আমার উচ্ছলিত পাগলা মামা,
সুইস ব্যাংকে তোর আছে কতো জমা?
তবে বিশ্ব হলে কি হবে ডিজিটাল,
ধরতে তো পারেনা কেউ তোদের তাল!!