ভূকম্পন সর্বসাধারণের আতঙ্ক!
ছোটাছুটি,
হালের বলদ সামলাও!
হে  প্রভু ব্যাংক বাঁচাও!
স্বর্ণগুলো কোথায় রাখবো?
মাথা ফেটে রক্ত ঝরছে ,ঝরুক!
আলমারির চাবি কোথায়?
খোঁজে পাচ্ছি না।


এতক্ষণে থেমেছে ভূকম্পন।
শরীর কাঁপছে।
ডাক্তার এলেন,  শান্ত হোন বলছি।
জীবন আগে বাঁচান, পরে স্বর্ণ-মুদ্রা।