ওরা ক্ষুধার্ত, বিবস্ত্র, রূগ্ণ, আনাড়ি,
ওরা টোকাই
ওদের নাই কোন ঠিকানা,
নাই কোন ঠাঁই।


ওরা অনাদৃত,
ওরা এই জগতে লাঞ্ছিত
ওরা ছন্নছাড়া,
ওরা এই জগতে বঞ্চিত।


ওদের ঠাঁই-ঠিকানা হলো, ফুটপাতের পাকা
ওদের ঝড়-বৃষ্টিতে ঠাঁই হয়,
পেলে কোন পরিত্যক্ত চাকা।


ওরা হয়ে গেছে জন্ম দুঃখী নিত্য ভুখা
ওদেরকে লোকে দিয়ে যায় শুধু ধোঁকা।


ওদের জীবন কাহিনী রয়েছে শুধু শিল্পীর তুলিতেই আঁকা
আমরা দেখি ওদেরকে চোখ করে বাঁকা।


ভূ-স্বর্গ হয় না ওদের কখনো দেখা
অকূল সমুদ্রের মতো ওরা দেখে শুধু সবকিছু ফাঁকা।


মনুষ্যত্বের রাজ্যে ওরা ক্ষুধায় করছে হায় হায়
শুধু আমাদের অভ্যর্থনাকক্ষেই
ওদের ফ্রেম বন্দি প্রতিকৃতিঅঙ্কন শোভা পায়।