হনু কাটে ছড়া
          ছড়া কাটাই তার শখ,
ছড়া হোক, আর না হোক
                    তবু করে বকবক।


ভানু বলে,হনুরে
          কাটতো দেখি ছড়া,
তালগাছ কেন থাকে
                    সবসময় মনমরা।


হনু বলে, তালগাছ তো
          এই গাঁয়ের প্রতীক,
অজানা কতোজনকে
                    দেখিয়ে দেয় দিক।


লোকে তালপাতা দিয়ে
          বানায় সুরের বাঁশি,
বাঁশির সুরে প্রেয়সীর
                    মন হয় উদাসী।


তালপাতায় হয়
          কতো সুন্দর হাতপাখা,
পাখার গাঁয়ে থাকে
                    অপরূপ নকশা আঁকা।


ভানু বলে, বানাক বাঁশি
          বা হাতপাখা নেই দুঃখ,
লোকে যখন গাছে কোপায়
                    ফেটে যায় আমার বক্ষ।