রেলগাড়ি ঝুনঝুন
মনে মনে গুনগুন।
ঝিরঝিরে বৃষ্টি
কিশোরীর দৃষ্টি।
মাঠ ভরা ধান
রাখাল করে গান।
গরু খায় ঘাস
কৃষক করে চাষ।
পাখি যায় উড়ে
বউ ডিঙি চড়ে।
গোধূলি বেলা
ভেঙ্গেছে মেলা।
শিশু বাজায় বাঁশি
মুখে রাজ্যের হাসি।
দেশটা অপরূপ
আঁকছে শিল্পী চুপ।