বিবেক তুই, দেখবি যদি চল
সাধারণমানুষ বিচারের আশায়
ছিঁড়ছে কিভাবে শতজোড়া চপ্পল।


বিবেক তুই, দেখবি যদি চল
রূগ্ণ ও উপবাসীদের চোখ
কান্নায় করছে টলমল।


বিবেক তুই, দেখবি যদি চল
গৃহহীন মানুষগুলো
কেমন করে থাকছে আকাশের তল।


বিবেক তুই, দেখবি যদি চল
কারখানায় শ্রমিকেরা
কেমন করে লাথি খাচ্ছে হয়ে ফুটবল।


বিবেক তুই, দেখবি যদি চল
ফল ব্যবসায়ীরা
কী করে পাকাচ্ছে কাঁচা ফল।


বিবেক তুই, দেখবি যদি চল
অসহায় মানুষগুলো
কিভাবে ব্যবহার করছে নর্দমার জল।


বিবেক তুই, দেখবি যদি চল
নারীকে চলন্তবাসে
কিভাবে ধর্ষন করছে দিয়ে গায়ের বল।


বিবেক তুই, দেখবি যদি চল
দুর্বৃত্তরা লুঠপাট করে
কেমন করে থাকছে অটল।


বিবেক তুই, দেখবি যদি চল
বিত্তের বাড়িতে একটুকরো রুটির জন্য
ক্ষুধার্তের নেমেছে ঢল।


বিবেক তুই, দেখবি যদি চল
বস্ত্রহীনেরা একটি কাপড়ের জন্য
মরছে হয়ে পদতল।


বিবেক তুই, দেখবি যদি চল
সবলের হাতে কিভাবে মার খাচ্ছে
নিরীহ দুর্বল।


বিবেক তুই, দেখবি যদি চল
একই মায়ের ছেলেরা
বানাচ্ছে কতো রকম দল।


বিবেক তুই, দেখবি যদি চল
জগতের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো
একে অন্যের সাথে কেমন করে করছে ছল।


বিবেক তুই, দেখবি যদি চল
মানুষ মানুষকে পাখির মতো মারছে
উচিয়ে বন্দুকের নল।


বিবেক তুই, দেখবি যদি চল
বিজ্ঞানীরা বানাচ্ছে অত্যাধুনিক
মানুষ মারার কল।


বিবেক তুই, দেখবি যদি চল
এই জগতে স্বার্থের টানে দ্বিধা করছে না কেউ
কাটতে ভাই ভাইয়ের গল।