কুহুকুহু মধুর সুরে ডাকে কোকিল
ঝুঁটি পরে কাকাতুয়া হাসে খিলখিল।
কেতকী, কুসুম শোভে কোঁকড়ানো চুলে
কৌমুদী রাত; কোয়েলের গা তুলতুলে।
কনকচাঁপা, কুমুদিনী ফুটেছে গাছে
কপোত-কপোতী; তার রূপে-গন্ধে নাচে।
কবরীতে কাঠগোলাপ, কলমি ফুল
কান্তার কর্ণে, কামিনী ফুলের কুণ্ডল।
কবুতর বাকবাকুম বাকবাকুম
কাঠঠোকরা ভাঙে খুকুমনির ঘুম।
জলাশয়ে ফুটে কচুরিপানার ফুল
রমণীরা রক্তকরবী পেতে ব্যাকুল।
প্রণরেনীর কৃষ্ণ কুন্তলে কুন্দরাজি
কৃষ্ণচূড়ার ফুলে, শাখা ভরিবে আজি।