গা কালো বলে, মন কালো নয়
          কালোর ভিতরে আলোর রূপ,
হোক কয়লা কালো; জ্বলে ভালো
          কালোর মাঝেই প্রকাশ ধুপ।


মেয়ের কালো কনীনিকা
          সবাই তার প্রসংশায় পঞ্চমুখ,
সাদা চুলে কালো কলপ দিয়ে
          পাই যেন মনে অতি- সুখ!


গাছের ডালে কালো কোকিল
          সুর তুলে গায় বসন্তের গান,
কালোর সুরেই উতলে উঠে
          প্রণয়ীর মনে; প্রেমের বান।


বস্তু যতই হোক আলোকিত
          ছায়া কিন্তু থাকে কালো,
মনে যদি না পৌঁছে আলো
          কি হবে ঝলমল করলে তালু!