এসো, এসো হে বৈশাখ
     সমস্ত দুঃখ ধোয়ে যাক।
          বাজে রে বাজে ঢোল ঢাক
               গরম ভাতে খাই পুঁইশাক।
কাস্তে নিয়ে মাঠে যাই
     ধান কাটি কৃষক ভাই।
          গরুরগাড়ি বোঝাই ধান
               ধীরে চলে দিয়ে টান।
গুড়ুম গুড়ুম মেঘ ডাকে
     ধরি কই ঝাঁকে ঝাঁকে।
          গুড়ের রসে জিলিপি
               খেতে মজা চুপিচুপি।
ঝড়ে কুড়াই আম-কড়ি
     হৈচৈ করে কুটনি বুড়ি।
          নৌকো চলে গুণ টেনে
               মাঝি গায় আপন মনে।
বাউল বাজায় একতারা
     পথচারী হয় পথ হারা।
          খেয়া নৌকো বায় খেয়ানি
               ঘোমটা মাথায় বউরাণী।
জামাইবাবুর হাতে ঘড়ি
     শ্যালকের কাঁধে ঝুড়ি।
          জমে উঠে বৈশাখী মেলা
               চড়তে মজা নাগরদোলা।
সারি সারি মাটির পাত্র
     নকশা আঁকা সারা গাত্র।
          খেয়ে সবাই রসগোল্লা
               আনন্দে তুমুল হৈ হুল্লা।