বছরে তো একদিনেই,পান্তা-ইলিশ খাই
তবে হোক না মূল্য, কেজি হাজার বিশেক!
শহুরে বাবুও দেখাই; খাঁটি বাঙ্গালিয়ানা
মুখোশে উদযাপন করে, পহেলা বোশেখ।।


সানকিতে ভাত খায়, গরিব ও ভিখিরি
তা দেখতে লাগে বিশ্রী ও গা করে ঘেন্না!
পহেলা বোশেখে, সেই মাটির সানকিতে
পান্তা-ইলিশ খেয়েই; বয় আনন্দের ঝর্ণা।।


গ্রামের বাড়ির পরিচয় দিতে ভাল্লাগে না
লোকে জিজ্ঞেসিলে, বলি সেই দাদা-বাড়ি!
পহেলা বোশেখ এলেই "দাদা" সেজে চলি;
লাগিয়ে দাদার মতো, লম্বা নকল দাড়ি।।


কৃষক চাচাকে, চাচা বলে পরিচয় দিতে
বন্ধু-বান্ধবীর কাছে "মর্যাদা" হয় ঠুঁটা!
পহেলা বোশেখে, তার মতো চাষী সেজেই
নানা রঙে-ঢঙে চলি, নাচিয়ে পা দু'টা।।