গ্রীষ্মের চারপাশ-
     গরমে হাঁসফাঁস।
          রাতদিন ছটফট-
               স্বপ্ন দেখি উদ্ভট।


থাকি অগ্নিকুণ্ডে-
     জল ঢালি মুণ্ডে।
          উষ্ণতা বাতাসে-
               ক্ষণ যায় হতাশে।


পেট গরম রোজ-
     ঠাণ্ডা করি খোঁজ।
          গরম স্ত্রীর মাথাটা-
               ঠেকে না ছাতাটা।


কেতলি বুঁদবুঁদ-
     এসেছে গরমি ভূত।
          গরমি ভূতোরে
               মারি তোরে হাতুড়ে।


অসহ্য গরমে-
     কর্তার মাথা চরমে।
          অত:পর বারোমাস-
               করেন ফোঁস ফাঁস।


হাতে নিয়ে গামছা-
     তবু খান গরম চা।
          গরম যবে বাজারে-
               ছুটে যান মাজারে।


তবু পান না শান্তি-
     মনে বড় ক্লান্তি।
          পকেট শুধু ঠাণ্ডা-
               ফোটে না আণ্ডা।