প্রভাতী রোদ ঝিকমিক
আলোকিত চারিদিক।
বিলে ঝিলে, শাপলা ফুটে
কিশোরী তুলে ভরে মুঠে।
স্বচ্ছ জলে পুঁটি মাছ
দল বেঁধে করে নাচ।
জেলে ভাই জাল ফেলে
বনে বনে ফড়িং খেলে।
প্রজাপতির রাঙা পালক
রূপে নৃত্য করে বালক।
পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে
নৌকো চলে নদীর বাঁকে।
মাঝি ভাই ধরে গান
তালে তালে বৈঠা টান।
মাঠে চরে মোষ গরু
রাখাল কাটে তাজা তরু।
কৃষক ক্ষেতে করে চাষ
ফলাতে সোনালী আঁশ।
বধূ চলে বাপের বাড়ি
হাত ভরা রেশমী চুড়ি।
হেঁটে গাঁয়ের মেঠো পথে
যাচ্ছে কতো, মেলা রথে।
বালিকার কলসি কাঁকে
চলে গাছের ফাঁকে ফাঁকে।
“বউ কথা কও” করছে, রা
কুমারীর চলছে না, পা।
পাড়ার ঐ দামাল ছেলে
চলছে সবাই হেলেদুলে।