বেগে ঘুরছে চাকা, ঘুরছে পাখা, ঘুরছে ধরণী
ঘুরছে “রবি-সোম-মঙ্গল-বুধ-বৃহঃ-শুক্র-শনি।”


ঘুরছে ঘড়ির কাটা সেকেণ্ড, মিনিট, ঘন্টা
ঝিম ধরে ঘুরছে লাটিম, ঘুরছে কারো মনটা।


ঘুরছে চারদিক গরম হাওয়া বেঁধে কুণ্ডলী
আকাশ গঙ্গায় ঘুরছে বেগে গ্রহ গ্রহাণু গুলি।


উড়ছে ফানুস ঘুরছে মানুষ ছুটছে ডানে বামে
একটু জোরে, একটু ঘুরে, একটু করে থামে।


কারো আবার হঠাৎ করে ভাগ্যটা যায় ঘুরে
কেউ আবার ঘুরাতে পারে না যে, তা জোরে।


মাসে মাসে ঘুরছে শুধু ক্যালেন্ডারের পাতা
মাস শেষে বেতন না হলে ঘুরছে বাবুর মাথা।


ঘুরছে বেগে নাগরদোলা বিস্ময় শিশুর চোখ
ঘুরছে মাথায় ভাবনা গুলো, ঘুরছে সুখ-দুঃখ।