পুষ্পবাগে হরেক রকম ফুল ফুটে
মধুমক্ষিকারা এদিক-ওদিক ছুটে।


বধূর গলে ফুলের মালা দেয় নন্দে
মা’য় ডাকেন, “ঘরে এসো হয়েছে সন্ধ্যে।”


সবুজ-শ্যামল মাঠে নামে সন্ধ্যালোক
বধূ ঘরে ফিরে আঁচলে লুকিয়ে মুখ।


জোনাকির দেহে মিটমিট জ্বলে আলো
খুশি মনে মুঠো ভরি আলোকিত তালু।


চাঁদিনি ক্ষণে ক্ষণে মারছে উঁকিঝুঁকি
পুরো আলো বিলাতে ক্ষণিক আছে বাকি।


আকাশে নক্ষত্র খিলখিল করে হাসে
ডানায় ভর করে মেঘেরা শূন্যে ভাসে।


একটু পরপর শিয়াল উঠে ডাকি
ডালে ডালে কিচিরমিচির করে পাখি।


বাঁশ বাগানে ঝিরঝির হাওয়া বয়
ঝিঁঝি পোকা কানে কানে কত কথা কয়।


গরুরা হাম্বা তুলে থেকে গোয়ালঘর
রাখাল খেতে দেয় টুকরি ভরে খড়।


প্রদীপ জ্বেলে খোকাখুকি পড়তে বসে
হটাৎ আকাশ হতে তারা পড়ে খসে।


খোকাখুকিদের মন বসে না যে পাঠে
দুষ্টুমিতে তাদের পাঠের বেলা কাটে।