ছাত্র-জনতা ভূগোল রেখে গুগলে
লেবু জল ছেড়ে,- খায় ট্যাঙ্ক গুলে।
গণিত বন্ধ, মোবাইলে যোগ-বিয়োগ
জনশক্তি বেকার, রোবট নিয়োগ।
হাজার হাজার বন্ধু আছে ভার্চুয়াল
ওদের সাথেই চলে মিলিয়ে তাল।
অনলাইন সপে হয় বেচাকেনা
ক্রেডিট কার্ডে চলে সব লেনাদেনা।
বানিয়ে ঘরের কোণে খেলার মাঠ
উইকিপিডিয়ায় হচ্ছে দুনিয়া পাঠ।
নেট বন্ধ ; “যতই করো চিৎকার
বিনা টাকায় যায় না দেয়া ধিক্কার!”