আঁধার রাত অশনি গরগর
অঝোর বর্ষণ ঝরে ঝরঝর।
ডুবা-নালায় ব্যাঙ ব্যাঙাচি ডাকে
মহিষেরা গায়ে কাদা মাটি মাখে।
প্রকৃতি সবুজ রঙে ছড়াছড়ি
লাস্যময়ী লতা ডালে জড়াজড়ি।
কুমারী মন নাচে তা তা থৈ তা থৈ
হৃৎ করে জলতরঙ্গে থৈইথৈই।
ভুতুড়ে রোদন শো শো ভটভট
ঘুম ভাঙ্গা মনে ভাবনা উদ্ভট!
ভয়ে চোখ টলমল গা ছমছম
বৃষ্টি নামে ঝমঝম ঝমঝম।
কদম্ব, কেতকী বর্ষা কালে ফুটে
কপোতের ঠোঁট কপোতীর ঠোঁটে।