“ বৃষ্টির দিনে খোকা-খুকী
আঙ্গিনায় খেলে কুতকুত
সূর্যি মামা দিচ্ছেই না উঁকি
চড়ুই করে ফুরুত ফুরুত।
ইঁদুর দৌড়ে ভুরুত ভুরুত
টিকটিকি করে টিকটিক
খোকনের মন খুঁতখুঁত
ঘড়ি কাটা ঘোরে ঠিকঠিক।
দুষ্টু বলে মা দিয়েছে বকা
খুকী কাঁদে করে ফুতফুত
খুকীর সই দাঁড়িয়ে একা
মা বলেন কাছে আয় পুত। ”
- এসব কথা বাদলা ভূতে
পিটিয়ে বলল, ঢাক-ঢোল
মামড়ি ভূতে পামরি ভূতে
হেসেই শূন্যে খেলো দোল!
খুকী কয় ব্যাপারটা অদ্ভুত
খোকন রেগেমেগে বুদবুদ
ধ্বংস করবো ভূতের জোত
নেবই ঢোল পিটানোর শোধ!