পথশিশু স্বপ্ন দেখে ঈদ করছে নয়া জামায়
স্বপ্ন ফল নিশ্চয়ই লিখা আছে খোয়াবনামায়!
শাস্ত্রগ্রন্থ ও খোয়াবনামা আছে জ্যোতিষীর কাছে
স্বপ্ন ফল জানতে পথশিশুর মন আনন্দে নাচে!


“ বল জ্যোতিষী কী ধন আছে লিখা আমার কপালে?
এমন স্বপন দেখিনি কভু আমার আয়ূ কালে!”
জ্যোতিষী বলেন, “ ভাগ্য জানতে পাঁচশত টাকা ফী
আরও লাগবে এক-কেজি এক-পোয়া গাওয়া ঘি!”


পথশিশু কয়,- “ কোথায় পাই গাওয়া ঘি ও টাকা!
আমার নেই তো শহরেই বড়লোক মামা-কাকা!”
জ্যোতিষী বলেন,“ ঘি দিলাম বাদ টাকাটাই দিস,
কোথাও কোন কাজ হয় না রে বোকা ব্যতীত ফীস!”


পথশিশু টাকা খুঁজতে খুঁজতে হয় হয়রান
নতুন জামার স্বপ্ন দেখে যাবে বুঝি তার প্রাণ?
অবশেষে বলছে ; যাব না কারো কাছে হে বিধাতা
তুমিই জগতের মালিক তুমিই সকল দাতা।