শ্রাবণ দিনে                        সুহৃৎ বিনে
        কেমনে কাটে দিবস রজনী
একেলা ক্ষণ                        উদাস মন
     তোমাকে খুঁজে বেড়াই সজনী।


প্রণয় বানে                        মনকে টানে
        শ্রাবণের প্লাবনে যাই ভাসি
হারানো ঘুম                     দিলো না চুম
       আদরিণী বলে নি ভালবাসি।


ডাকে না চন্দ্রা                আসে না তন্দ্রা
         আদরিণীর ছবি আঁকি চিত্তে
কাটে না নিশি                  হাসে না শশী
         জীবন চলছে আপন বৃত্তে।