জোলা-জোলীর সাতটি মেয়ে, কথা কিন্তু হাছা
জোলী কয়, “ চাই আমি একটি সুন্দর বাছা!”
জোলাও স্বপ্ন দেখে; কোলে নাচে পুত্র-সন্তান
“একমাত্র পুত্রই নাকি রাখে গোত্রের মান!”
পুত্রের আশায় জোলা-জোলী গেল কবিরাজে
কবিরাজের কথায়, মনে খুশির বীণা বাজে।
কবিরাজ বলেন, “ যদি চাও একটি পোলা
রোজ খাও তিনটি করে চিবিয়ে কাঁচা মূলা।”
পুত্র আশায় জোলী খায় মূলা রোজ তিনটি
কভু যদি জীবনে আসে সেই শুভ দিনটি।
রাত যায় দিন আসে জোলী হয় ফলবতী
এবার ঠিক পুত্রের বাবা হবে তার পতি!
অবশেষে জোলীর হয় আরো একটি মেয়ে
জোলা-জোলী অবাক্ চোখে থাকল শুধু চেয়ে।