বাবা তোমার চরণ তলে করি মাথা নত
তুমি পিতৃত্বের দায়িত্ব পালনে সদাই রত।
সুখে দুঃখে তোমাকেই কাছে পাই যে বাবা
বাবা ছাড়া সন্তানের মিত্র আর আছে কেবা!
সন্তানের সুখে জীবন করছো উৎসর্গ
তোমাকে ঘিরেই ঘুরপাক পরিবার বর্গ।
সন্তানকে পিঠে তুলে কখনো সাজছো ঘোড়া
সংসার নামক ঘানী টানছো হয়েও খোঁড়া!
তুমি ব্যাধিগ্রস্ত হয়েও মুখে ফুটাও হাসি
সন্তানকে বাঁচাতে নিজের গলে নেও ফাঁসি।
চাও সন্তানের বর্তমান ও ভবিষ্যৎ সুখ
কভু চাওনি দেখতে সন্তানের কালো মুখ।
রোজ খাবার এনে দিচ্ছ পুত্র-কন্যার হাতে
ভালো খাবারটা দিয়ে দিচ্ছ সন্তানের পাতে।
তুমি চাও সন্তান হোক সুশিক্ষায় শিক্ষিত
চাও সমাজে চলুক হয়ে নিজ ধর্মে দীক্ষিত।
বাবা সদাই গাও ছেলেমেয়ের গুনগান
সদাই চাও বাবা, বাড়াতে সন্তানের মান।
সন্তানের হিতে দাও বিদেশ বিভুঁই পাড়ি
যদিও সব সময় টানছে তোমাকে নাড়ি।
তুমি সন্তানের জন্য বানাও রঙিন ভেলা
কখনো করনি বাবা সন্তানকে অবহেলা।
সন্তান দিতে পারে না এর কভু প্রতিদান
চাই তোমাকে স্বর্গে স্থান দিন প্রভু মহান।