এসে গেছে বর
মনে হর্ষ ঝড়।
বাঁশি উঠে বেজে
কন্যা এলো সেজে।
সঙ সাজে রঙে
খেলে নানা ঢঙে।
খোকা খুকি হৈচৈ
কন্যা গেল কই?
কন্যা আছে কুঞ্জে
ঘেরা সখী পুঞ্জে।
বর গলে মালা
দিল শালী শালা।
দুলা মৃদু হাসে
রঙ ঢঙে ভাসে।
বাজে ঢাক ঢোল
খায় মনে দোল।