তুমি ডানা মেলে উড়বে বলে
আমার নীলাকাশ হতে ইচ্ছে করে।
তুমি ধারাবর্ষণে ভিজবে বলে
আমার বাদল হতে ইচ্ছে করে।
তুমি জ্যোত্স্না গায়ে মাখবে বলে
আমার পূর্ণেন্দু হতে ইচ্ছে করে।


তুমি আনমনা হয়ে আকাশে তাকাবে বলে
আমার তারা হয়ে মিটিমিটি হাসতে ইচ্ছে করে।
তুমি জোনাকি হয়ে রাতে ঝিকিমিকি আলো ছড়াবে বলে
আমার সবুজ শ্যামল অরণ্য হতে ইচ্ছে করে।
তুমি ঊর্মিমালা হয়ে জলে খেলবে বলে
আমার সাগর হতে ইচ্ছে করে।


তুমি খোঁপা ছেড়ে এলো চুলে বাগানে ফুল তুলবে বলে
আমার ঝিরঝির বাতাস হতে ইচ্ছে করে।
তুমি বাসন্তী রঙের শাড়ি পরবে বলে
আমার ফুলের সৌরভ ছড়াতে ইচ্ছে করে।
তুমি কোকিল হয়ে গাইবে বলে
আমার বাতায়ন খোলো বসে থাকতে ইচ্ছে করে।


তুমি নূপুর পায়ে পাড়া গাঁয়ে হাঁটবে বলে
আমার মেঠোপথ হতে ইচ্ছে করে।
তুমি বিল ঝিলে শাপলা কুড়াবে বলে
আমার ডিঙি নৌকা হতে ইচ্ছে করে।
তুমি ফানুস হয়ে আকাশে উড়বে বলে
আমার নাটাই বিহীন ঘুড়ি হতে ইচ্ছে করে।