বঙ্গবন্ধু তুমি জন্মেছিলে এই বঙ্গ দেশে
বুকে টেনে নিয়ে ছিলে সবাইকে ভালবেসে।
ভালবেসে তুমি করনি কোন পাপ, অন্যায়
শত্রু মেরেছে তোমায় ডুবিয়ে রক্ত বন্যায়!


হে বন্ধু মরেও বেঁচে আছ জাতির অন্তরে
তোমার স্বপ্ন বাস্তবায়নে যাচ্ছে জাতি লড়ে।
পুরো জাতি বুদ্ধ, খ্রীষ্টান, হিন্দু, মুসলমান
গায় তোমারই যত আছে কীর্তি গুণগান।


তোমার কল্যাণে পেয়েছি মহান স্বাধীনতা
কভু ভুলিব না তোমার আত্মত্যাগের কথা।
তোমার ডাকে সাড়া দিয়ে বঙ্গ হয় স্বাধীন
আজ আকাশে বাতাসে বাজছে মুক্তির বীণ।


শুনিলে তোমার ভাষণ উদ্দীপ্ত হয় মন
চাই পুনরায় করি বন্ধনমুক্তির রণ।
তোমার কাছ থেকে পাওয়া দৃঢ় মনোবল
বাঙ্গালীর বুকে আজও করছে জ্বলজ্বল।


তোমার শোকে আজও কাঁদছে সারা বাঙ্গালী
অদ্যাবধি দেশের মানুষ তোমার কাঙ্গালী।
হে মহানায়ক তোমাকে জানাই শ্রদ্ধাঞ্জলি
অঙ্গ জুড়ে মাখি তোমার অমূল্য পদ-ধূলি।