অন্ধ সাধুকে কয় মন্দলোকে “বল দেখি হে কানা
রাজার দৌলত কোথায় থাকে, আছে কী তোর জানা?”


অন্ধ সাধু কয় “ আমি কানা কেমন করে তা জানি?
এটা জানার ইচ্ছেও নেই আমার একটুখানি!
আমি তো আর চোর ডাকু নই, রাখব তার খোঁজ
এক মুঠো ডাল ভাতেই, চলে যায় আমার রোজ।”


মন্দ কয়,-“ করছিস একটু বেশিই বাহাদুরি
তুই অন্ধ বলেই তো করতে পারবি না তা চুরি!
তুইও দেখতে পেলে, হতে জগতের মহাচোর
তাই খোদা অন্ধ করেছেন, রাখতে তা থেকে দূর!”


অন্ধ বলে- “খোদায় অন্ধ করেছেন তবুও ভালো
তুই হয়েছিস মন্দলোক, পেয়েও দু'চোখে আলো।”