চারিদিকে কেবল চলছে টানাটানি
নানার হাত ধরে টানছে ঘরে নানী।
কর্তায় টানছে ঘানি হয়ে অন্ধ গাধা
আরাম করে বসে হুক্কা টানছে দাদা।


কেউ টানছে জীবন ভর শুধু বোঝা
অকর্মা টানে থালা করতে পেট পূজা।
যমের টানে যেতে হবে পরে বা আগে
তবু ধন-রত্ন টানি পেতে নিজ ভাগে।


প্রেমের টানে কুল হারা অসিত-শুক্লা
শিশুকে টানলে বুকে হাসে সে ফোকলা।
বিক্রেতা টানে ক্রেতা নাকে বিঁধে বড়শি
হেঁচকা টানে উড়ে যাই নিয়ে পড়শী।


কেউ স্বাচ্ছন্দ্যে কল্কি ভরে টানছে গাঁজা
প্রতি টানেই ভাবছে সেই মহারাজা।
এই জগতে টানাটানির নেই শেষ
কেউ চিমটি দিয়ে টানছে পাকা কেশ।