এসো হে শুভার্থী উৎসবে মাতি
এসো দ্বার খুলে হে প্রাণের সাথী।
এসো এসো করি মহা উৎসব
এসো হে রঙ খেলি সুহৃৎ সব।
উৎসবে উঠেছে মানব ঢেউ
নির্জনে বসে নেই এক্ষণে কেউ।
গৌরবে করো উৎসব উল্লাস
আজি হে সুজন প্রাণ খোলে হাস্ ।
উৎসব হউক মাতামাতির
উৎসব হউক সব জাতির।
মঞ্চ সাজানো আজি রাঙ্গা সাজে
বাজে টাকডুম টাকডুম বাজে।
উৎসবের আনন্দ ঘরে ঘরে
মহা উৎসব আজি সর্বস্তরে।
উৎসব পার্বণে একত্রে মাতি
সহ পড়শী মা-বাবা দাদা-নাতি।
অন্তরে অন্তরে খুশির জোয়ার
চকচকে উজ্জল ঘর-দুয়ার।
উৎসবে নানান রকম পিঠা
রসনায় রসনায় লাগে মিঠা।
করো হে বালক গায়ে মেখে রঙ
সঙ সেজে করো নানা ভাবে ঢঙ।
উৎসব হোক প্রাণের বন্ধন
মুছে যাক সব দুঃখ ক্রন্দন।
করো হে দোসর আনন্দোৎসব
করো সব করো এক সাথে রব।
বাঁধ ভাঙ্গা আনন্দে উতলা আজি
আকাশে ঐ ফুটছে আতশবাজি।
মহা উৎসবে ঐ মানব ঢল
নারী-পুরুষ উচ্ছল খলখল।
বাজাও আজি বাজাও ঢাক ঢোল
তোল হে সজীব হর্ষধ্বনি তোল।
সজনী নাচো পায়ে পরে নূপুর
নাচো হে দামাল পা করে উপোর।
উৎসব হউক মিলন মেলা
উৎসবে নই কেহই একেলা।
উৎসব চলুক জগত জুড়ে
উৎসবে সবাই ছুটছে তোড়ে।