(১ম গল্পবাজ)
আমার দাদা বিশ্বসেরা বীর ছিল
দাদার নামটি ‘বিশ্ব শান্তি পীর’ ছিল
তার প্রিয় খাদ্য ‘কাশ্মীরি-ক্ষীর’ ছিল
দাদার অনেক অনেক তীর ছিল
ঐ তীরে মারতো যুদ্ধে যারা ধীর ছিল
তার দেশ জুড়েই একটা নীড় ছিল
দাদার আকাশ ছুঁই ছুঁই শির ছিল!


(২য় গল্পবাজ)
আমার দাদা সারাবিশ্বের রাজা ছিল
নামটি দাদার ‘বাদশাহ্ খাঁজা’ ছিল
দাদার দেহ অনেক তরতাজা ছিল
দাদার পছন্দের কাজটি সাঁজা ছিল
তার হাতির চেয়েও বড় মাজা ছিল
দাদা লোকটি সারাবিশ্বেই ভাজা ছিল
তার রান্নার চুলাটা যেন পাঁজা ছিল!


(৩য় গল্পবাজ)
আমার দাদা ছোট্ট একটা মাছি ছিল
তার তিন হাত লম্বা এক কাছি ছিল
তোদের যে দুই সেরা সেরা দাদা ছিল
এই তিন হাত কাছিতেই বাঁধা ছিল!