-       আদুর দাদুর নামটি ‘হাঁদু’
শিশুরা কাঁদলে ধরে চেপে তাদের গলা
          ভ্রান্ত যারা মানে তারা
আদুর দাদুর বোকামির যাবতীয় কলা!


          আদুর দাদু বেচে কদু
কেউ হেঁচে যখন ছেঁচে তখন তারে ডেকে
        বলে আস্ত; কদুই মস্ত
তুমি ভেঙচি কাটলে কেন কদুটা না দেখে?


          আদুর দাদু মাখে মধু
কনকনে শীতে থাকে সে উদোম গায়
        বলে ‘হাঁদু’ আমি জানি যাদু
বরফ জলেও দাঁড়িয়ে থাকতে পারি ঠায়!