মাগো আমি যাবো দূর তারাদের দেশে
যেমন করেই হোক শূন্যে ভেসে ভেসে!
জানবো আমি কেমন করে জ্বলে ওরা
কেমন করেই বা আপসে থাকে খাড়া!
তারার দেশে আছে কি, কোন বাড়ি ঘর
সেই দেশে উঠে কি কখনো কোন ঝড়!
মা তুমি আমায় করিও না কোন মানা
এনে দাও মা শুধু আমায় দু’টি ডানা।
ডানা মেলে উড়বো আমি ঊর্ধ্ব দিগন্তে
তুমি কিন্তু রইবে মা আমারই অন্তে।
সেথায় যদি পাই প্রাণের কোন খোঁজ
দেখবো ওরা আহার করে কিনা রোজ।
কেমন ওদের চলাফেরা, কিবা কৃষ্টি
জানবো আমি কি কি করেছে ওরা সৃষ্টি!