পৌষ-মাঘ মাসের মেনে শাশ্বত নীত
কুহেলিকাকে সঙ্গে নিয়ে এসেছে শীত।
রাতে কুয়াশা চাদরে ঢাকা থাকে দেশ
শিশিরে ধোয় লতাপাতা তাদের কেশ।
কিছু বেলা হলে চোখ মেলে সূর্যি বাবু
রৌদ্র তাপে পুড়ে যায় কুয়াশার তাঁবু।
সূর্য প্রভায় কাননমালা ঝিলমিল
ফুলে ফুলে মৌমাছিরা হাসে খিলখিল।
গাছি নামায় খেজুর রস ভরা হাঁড়ি
রসের মিষ্টি মিষ্টি গন্ধে মোহিত বাড়ি।
ঝাড় ঠাসা সীম,পাতি লাউ ও ধুন্দুল
কিশোরী তাজা ফুলে পরে কর্ণে কুণ্ডল।
সবজি মাঠে চাষী’র হাসি হাসি মুখ
চাষীকে বাহ্ বাহ্ দেয় গাঁয়ের লোক।
মা বানান শীতের নানারকম পিঠা
সব রকম পিঠাই লাগে মিঠা মিঠা।
ঝুনা নারকেল ঝুরিঝুরি করে খুঁড়ি
খেতে মজা খেজুর গুড়ে মিশিয়ে মুড়ি।
দূরদেশী পাখিরা আসে হয়ে অতিথি
পাখিরাও মেনে চলে প্রকৃতির নীতি।