শুনো বলি, আমার গুপ্ত ইচ্ছের কিচ্ছেগুলো
শুনতে না চাইলে, দিতে পারো দু’কানে তুলো!


ইচ্ছে করে নদী-তীরে বসে থাকি মেঘলা দিনে
দেখি চেয়ে পাখি ছুটে কেমন করে বিমান বিনে।
ইচ্ছে করে সাগর জলে বৈঠা বেয়ে ডিঙি চড়ি
হর্ষে উত্তাল ঢেউয়ের ছন্দ-তালে উঠি-পড়ি।


ইচ্ছে করে ভূমি ছেড়ে চলি হাওয়ায় ভেসে
উদ্দামে নীলাকাশে একা একাই উঠি হেসে।
ইচ্ছে করে ঝিকিমিকি তারকা-রাশি এনে ধরি
বঁধুর অঙ্গ জুড়ে গেঁথে দেই ঐ তারার জরি।


ইচ্ছে করে বাসা বাঁধি বাবুই পাখির মতো
দিনগুলো যাক ভাল, ঝড়-বৃষ্টি আসুক যতো।
ইচ্ছে করে ফুল হয়ে গন্ধ ছড়াই ভুবন জুড়ে
বিশ্ব থেকে বিস্বাদ যতো রসাতলে ফেলি ছুড়ে।