ওরে মাছরাঙ্গা মাছরাঙ্গা
তোরা কি কোন মাছ ?
নাম হলো কেন মাছরাঙ্গা
বলে; জলে করিস নাচ?


ঠোঁট তোদের লম্বা বেশ
এমনি তড়বড়িয়ে খাস্
ধরিস মাছ, পোকামাকড়
খাস্, যেটি আগে পাস্।


খাল-বিল নদীর জলে
তোরা উড়ে উড়ে বেড়াস
ক্লান্ত হলে বসিস গিয়ে
পেলে খুঁটি কিংবা বাঁশ।


প্রায় দেখি গাছের ডালে
বসে তোরা কি ঘুমাস?
জলাশয়ের পাড়ের গর্তে
তো বানাস কেন আবাস?