ইচ্ছে জাগে, আকাশ হবো
মন হবে নীলাকাশের মতো
যতই গুলি ছুড়ুক লোকে
বুকটা হবে না একটুও ক্ষত।


ইচ্ছে জাগে, সাগর হবো
হৃৎ হবে সমুদ্রের ন্যায় বিশাল
কখনো কলঙ্কিত হবে না
বুকে ছাইভস্ম হলেও মিশাল।


ইচ্ছে জাগে, নক্ষত্র হবো
দূর আকাশে জ্বলবো মিটিমিটি
তাৎক্ষণিক জবাব দেবো
ভালবেসে কেউ লিখলে চিঠি।


ইচ্ছে জাগে, খেয়াতরী হবো
আমিই হবো খেয়াতরীর মাঝি
বিনে পয়সায় পারাপারে
আমি হবোই তাতেও রাজি।


ইচ্ছে জাগে, গোলাপ হবো
সুবাস বিলাবো জগত জুড়ে
সবাইকে রোজ গন্ধ দেব
যতই থাকি আমি বহু দূরে।


ইচ্ছে জাগে, পায়রা হবো
শান্তি ছড়াবো এই বিশ্বময়
পৎ পৎ করে উড়বে ঝণ্ডা
হবেনা কখনো মনুষ্যত্ব ক্ষয়।