কুমড়ো ফুল তুলে আনবে বলে
শিশির ভেজা সবুজ শষ্পে
নগ্ন পায়ে হেঁটে চলে বালিকা।
সূর্য উঁকি দিয়েছে সবে পূর্বাকাশে
পাখিদের কলরবে মুখরিত চতুর্দিক
বঁধূ যায় কলসি কাঁকে নদীর পানে
চাষী মাথায় গামছা বেঁধে করে চাষ।
বোর ফসল বোনার এখনই সময়,
রাখাল গরুর পাল নিয়ে ছুটে মাঠে
গৃহস্থ বাড়ির সকলেই নিজ কর্মে রত।
হাওরে বকের ঠোঁটে পুঁটি মাছ
পানকৌড়ি ডুব দিয়েছে জলে
মাঘের শীত ওদের কাবু করে না।
অতিথি পাখিদের চলছে মেলা
টু শব্দ হলেই ঝাঁক বেঁধে উড়ে।
জেলের জালে মাছেরা ধরা পড়ে
মাঝি টান দেয় ভাটিয়ালী গানে
এই ছেড়ে আমি আছি কোন খানে?