আমার কিছু সাজানো গোছানো স্বপ্ন ছিলো
স্বপ্নগুলো আজ হয়ে গেলো এলোমেলো।
একটা স্বপ্ন ছিলো, ঐ নীল আকাশটা ছোঁয়ার
সেই স্বপ্নটার আজো খোলা যায়নি দুয়ার।
একটা স্বপ্ন ছিলো, জীবন কাটাবো গানে গানে
আজো চেয়ে আছি ঐ স্বপ্ন আসার পথ পানে।
একটা স্বপ্ন ছিলো, সাজবো রোজ প্রজাপতির মত
সেই স্বপ্নটা কিছুদিন আগেই হয়েছে গত।
একটা স্বপ্ন ছিলো, চড়বো রোজ নাগরদোলা
এ স্বপ্নকে আজো ঘুম থেকেই যায়নি তোলা।
একটা স্বপ্ন ছিলো, পাখির মতো মেলবো ডানা
সেই স্বপ্ন কোথায় গেছে আজো যায়নি জানা।
একটা স্বপ্ন ছিলো, সখের বশে কিছু কবিতা লিখার
সে স্বপ্ন বহু আগেই বুনোর হাতে হয়েছে শিকার।