স্বপ্নের ছোট্ট একটা জগত আছে
আছে একটা নীল আকাশ
আকাশে চাঁদ আছে তারা আছে
জ্যোৎস্না তার আলো করে দান
চাঁদ হাসে খিলখিলিয়ে
মেঘবালিকা লজ্জায় গোমটা টানে
এই জগতে ছোট্ট একটা দ্বীপ আছে
দ্বীপে কিছু বাসিন্দাও আছে
এ দ্বীপে করি বাস
দ্বীপে ফুল আছে ফল আছে
আছে সবুজ বনায়ন
তবে বাঘ নেই সিংহ নেই; নেই বানর
কিছু পাখি আছে , প্রজাপতি আছে
পাখিরা গায় গান
প্রজাপতি করে উড়াউড়ি
দ্বীপের চারদিকে সৈকত আছে
সাগরে ঢেউ আছে
তবে হাঙ্গর নেই; আছে হরেক মাছ
জেলেরা মাছ ধরে খায়
স্বপ্নের জগতে নির্ভয়ে একাকী হাঁটি।